শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ৯ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

ইস্কন নিষিদ্ধের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল 

আবিদ হাসান বাঁধন, জবি প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫  


 

গাজীপুরের টঙ্গীতে মসজিদের ইমাম ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তাঁকে অপরহণ ও নির্যাতনের শিকার হওয়ায় সংগঠনটির নিষিদ্ধের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 

 

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসসহ বিশ্বজিৎ চত্বর ঘুরে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

এসময় 'তারা নারায়ে তাকবির, আল্লাহু আকবার','ইসলামের শত্রুরা,হুঁশিয়ার সাবধান','শাহজালালের বাংলায় ইসলামবিদ্বেষীর ঠাই নাই,'তিতুমিরের বাংলায়,শাতিমদের ঠাই নাই','পেতে চাইলে মুক্তি,ছাড়ো ভারত ভক্তি',' দিল্লি না ঢাকা?

ঢাকা ঢাকা','ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগন',ইসকনী সন্ত্রাসীরা,হুঁশিয়ার সাবধান,'শাহজালালের বাংলায়,

ইসকনের ঠাঁই নাই','হঠাও ইসকন বাঁচাও দেশ',ব্যান ব্যান ইসকন' স্লোগান দিতে থাকে।

 

বিক্ষোভ মিছিল শেষে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ইসকন বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। আলিফ ভাইকে দিনের আলোতে হত্যা করা হয়েছে।  ইসকনকে নিষিদ্ধের জন্য এর থেকে বড় প্রমাণ দরকার নাই। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, সারা বিশ্বে এদের নিষিদ্ধ করতে হবে। মালয়েশিয়া, আফগানিস্তান, সৌদি আরব সহ মুসলিম দেশে এবং অমুসলিম দেশে ধর্মীয় সম্প্রতি রক্ষার জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাহলে বাংলাদেশ সরকারের নিষিদ্ধ করতে বাধা কোথায়। ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে, শুধু নিষিদ্ধ করলে হবেনা আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।

 

ইনকিলাব মঞ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, একটি দেশে আন্তর্জাতিক সংগঠন শুধুমাত্র  সেবামূলক কাজ করতে পারবে, উন্নয়ন মূলক কাজ করতে পারবে সরকারের অনুমতি নিয়ে। কিন্তু ইসকন একটি রাজনৈতিক সংগঠন। বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কূটনীতিক প্রতিবছর ইসকন মন্দিরে অর্থসাহায্য দেয়। রাজনৈতিক স্বার্থ ছাড়া তো এ অর্থ সাহায্য দেওয়ার কথা না। কিন্তু কোনো আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশে কার্যক্রম চালানোর অনুমতি নেই। সুতরাং, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, এই ইসকন শারীরিক- মানসিক ভাবে শিশু নির্যাতনকারী। যুক্তরাষ্ট্রের আদালতে এজন্য তাদের ক্ষমা চাইতে হয়েছে। এরা ২০১৪ সালে স্বামীবাগে তারাবির নামাজে হামলা করে, ২০১৬ সিলেটে একজন ইমামকে হুমকি দেয় এবং পরবর্তীতে তাকে হত্যা করেছে বলে আমরা সন্দেহ করেছি। গাইবান্ধাতে ইসকন অনুসারীরা সাধারণ হিন্দুদের জায়গা জমিন,মন্দির দখল করেছে। আমি এখান থেকে বলতে চাই, হে চিন্ময়, হে ইসকন তোমরা যে আদর্শ লালন করো, তা ফ্যাসিবাদি আদর্শ। কোনো ফ্যাসিবাদের ঠিকানা এ বাংলায় হবেনা। সুতরাং ইন্টেরিমের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক।